আনোয়ারা সরকারি মডেল  উচ্চ বিদ্যালয়ের “শতবার্ষিকী “মিলনমেলা অনু্ষ্ঠিত

আনোয়ারা প্রতিদিন ডেস্ক : নানা আয়োজনে উদযাপিত হচ্ছে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি। আয়োজনের দ্বিতীয় দিনেও রঙিন আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়। আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানস্থলে হাজির হন।

উদ্ভোধন করেন-মানণীয় মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (এমপি)  ভূমি মন্ত্রাণালয়,বাংলাদেশ

বর্ণিল পোশাক পরা বিভিন্ন বয়সী প্রাক্তন শিক্ষার্থীরা যেন হঠাৎ করে সেই শৈশবে ফিরে গেলেন। মাথায় ফুলের মুকুট পরে ঢোলের তালে তালে নাচছেন কেউ, আর কেউ গাইছেন, আনন্দ করছেন। কেউ ক্যাম্পাসের এদিক-সেদিক খুঁজছেন স্মৃতিচিহ্ন, খুঁজে ফিরেছেন সহপাঠীদের।

নাড়ির টানে দেশের বিভিন্ন জেলা থেকে এই উৎসবে যোগ দেন প্রাক্তন শিক্ষার্থীরা। শোভাযাত্রা, স্মৃতিচারণা, আড্ডা আর নেচে-গেয়ে আনন্দে মেতেছিলেন তাঁরা।

এভাবে আনন্দ-আড্ডায় কেটে গেছে দুটি দিন। অনুষ্ঠান শেষে ফেরার সময় সবার চোখ ছলছল করে উঠছিল। বিদায়বেলায় অনেকের কণ্ঠে ছিল সেই গান, ‘দেখা হবে বন্ধু, কারণে-অকারণে…।

ইউসিবিএল ব্যাংকের চাতরী শাখার ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক শাহ নেওয়াজ চৌধুরী ১৯৭৭ সালে এসএসসি পাস করেন আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে। স্মৃতিচারণ করে তিনি বলেন, এতদিন পর স্কুলে এসে খুব ভালো লাগছে। স্কুলের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আজকে অনেক বন্ধুকে পেয়েছি। স্কুলজীবনের স্মৃতিচারণ করেছি আমরা।

জানতে চাইলে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন পরিষদের সভাপতি ফজলুল করিম চৌধুরী  জানান, আমরা প্রাণপণ চেষ্টা করে গিয়েছি এই অনুষ্ঠান সফল করার জন্য। কতটুকু সফল হয়েছি জানিনা। তবে আমার মনে হয় এই অনুষ্ঠান প্রাক্তন শিক্ষার্থীদের এক জায়গায় করার ক্ষেত্রে মাইল ফলক হিসেবে কাজ করবে।