আনোয়ারা শিলাগড়ায় ৭টি বসতবাড়ি আগুন, ক্ষয়ক্ষতি প্রায় ১২ লক্ষাধিক

মুুহাম্মদ রাশেদুল আলম,আনোয়ারা প্রতিদিন;

আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের ৪নং ওর্য়াড শিলাইগড়া গ্রামের হানিফ সওদাগরের বাড়িতে,১৪ এপ্রিল দুপুর ১২:৩০ মিনিট  বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে সুএ ঘটে,এতে ৭টি বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

আনোয়ারা ফায়ার সার্ভিসের ইউনিট এবং স্হানীয়দের সহায়তায় প্রায় ২ ঘন্টা পর প্রচেষ্টাতে  আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন চারদিকে ছড়িয়ে পড়াতে ঘরের ভিতরে  কোন মালামাল  বাহির করা সম্ভব হয়নি।ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা ধারনা।

স্থানীয়, আবু হানিফ জানান দুপুরে সবাই ঘরের কর্ম নিয়ে ব্যাস্ত,হঠাৎ চারদিকে আগুনে পুরো বাড়ি ছড়িয়ে পড়েছে।

খতিগ্রস্থরা হলেন, মোঃআবু হানিফ,আবু তৈয়ব,আবুল হোসেন মাষ্টার, মোঃনাছির উদ্দিন, মোঃনাজিম উদ্দিন,  মোঃসৈয়দ নুর,মোহাম্মদ নুর,মোঃআবদুন নুর,মোঃসেকান্দার,মোঃআবদুল আলিম,মোঃআবদুল মাবুদ,মোঃআবদুল গফুর,

সৈয়দ নুর(খোকন), জানান ঘর থেকে কিছুই বের করতে পারিনি। প্রানে কোন রকম বেঁচে বের হয়ছি এই মুহূর্তে খতিগ্রস্থদের পরিবারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতায় এগিয়ে আসা আহবান জানান।

এলাকাবাসী জানায়,  আনোয়ার ফায়ার সার্ভিসে ফোন করার ১০ মিনিটে ঘটনা স্তলে পৌছায় ফায়ার সার্ভিসের একটি টিম এসে স্হানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্কম হন।

আনোয়ার ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল মিএ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুএপাত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ১২ লক্ষ টাকা অধিক  ধারনা করা হচ্ছে।