আনোয়ারা প্রতিদিনঃ
চট্টগ্রামের আনোয়ারায় ১৮৫ পিস ইয়াবা নিয়ে রায়পুর ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা নতুন পাড়ার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা গ্রামের মৃত দুধু মিয়ার ছেলে ইউপি সদস্য মো. ইসমাঈল (৪৪) ও একই এলাকার মৃত নুরুচ্ছফার ছেলে মো. ছাবের (৩৮)।
কোস্টগার্ড সূত্র জানায়, বিকেল সাড়ে ৫টার সময় রায়পুর ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য মো. ইসমাঈল ও তার সহযোগী মো. ছাবের একসঙ্গে একটি ঘরে বসে ইয়াবা সেবন করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় ওই ঘরে তল্লাশি চালালে ১৮৫ পিস ইয়াবা পাওয়া যায়।
এর আগেও ইয়াবা সেবন অবস্থায় ইউপি সদস্য মো. ইসমাঈলকে আরও দুইবার আটক করেছিল কোস্টগার্ড।
এছাড়া সাগরের জলদস্যু চক্রের সক্রিয় সদস্য বলেও জানান এলাকাবাসী। ইউপি সদস্য ইসমাঈল এর আগেও দুইবার কোস্টগার্ডের হাতে ধরা পড়েন। তখন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সুপারিশে মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি।
কোস্টগার্ড পূর্বাঞ্চলের আওতাধীন সাঙ্গু স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. শাহ্ আলম বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।