এম, আবু তালেব:
আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের ধারাবাহিক ক্যাম্পেইনের অংশ হিসেবে আজ আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়৷
সকাল ১০:০০ টা হতে বিকেল ৩:০০টা পর্যন্ত চলা এই কর্মসূচীতে প্রায় ৪০০+ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় ৷
ক্যাম্পেইনে অংশ নিয়ে আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের অন্যতম এডমিন প্রকৌশলী মোঃ ছলিম আল আনোয়ার বলেন,রক্তের গ্রুপ জানা থাকা প্রত্যেক মানুষের দায়িত্ব৷ জরুরী রক্তের প্রয়োজনে রক্ত সংগ্রহ করে দেওয়া ও রক্তদান সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে আমরা আনোয়ারায় কাজ করে যাচ্ছি৷
সকাল থেকে ছাত্র ছাত্রী ও স্থানীয় অধিবাসিরা ভীড় করে ক্যাম্পে , আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের স্বেচ্ছাসেবকগণ ধৈর্য সহকারে সবার রক্তের গ্রুপ নির্ণয় করে একে একে জানিয়ে দেন৷
সকাল হতে বিকেল পর্যন্ত চলা এই ক্যাম্পেইন পরিদর্শনে আসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সোলায়মান চৌধুরী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ৷ উনারা আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন৷
ক্যাম্পেইনে আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের প্রকৌশলী মোঃ ছলিম আল আনোয়ার, আতাহার ইশতিয়াক, ইফতেহারুল ইসলাম ইফতু, জান্নাতুল মাওয়া রিমা, হালিমা আকতার, আবদুস সাত্তার, শোয়াইবুল ইসলাম, শাহাদাত হোসেন, মিজবাহ উদ্দীন চৌধুরী, জাহিদুল ইসলাম, গিয়াস উদ্দীন, মারুফুল জিহান, আজাদ হোসেন হৃদয়, মাহফুজুর রহামান জোসেফ, শাহাব উদ্দীন (জুইঁদন্ডী), মিজানুর রহমান (ছিরা বটতলী) ও সাহাব উদ্দীন প্রমূখ উপস্থিত ছিলেন ৷