আনোয়ারা প্রতিদিনঃ
আজ ১৭ আগষ্ট, ভোর ০৫ঃ৩০ ঘটিকায় অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশক্রমে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রেজাউল ও এস আই খায়রুজ্জামান, এসআই ইকরামুজ্জান , এসআই জুয়েল, সঙ্গীয় ফোর্স সহ আটক করেন।
আনোয়ারা উপজেলার ৯ নং পরৈকোড়া ইউপিস্থ পরৈকোড়া সাকিনের যোগেশ বাবুর ঘাটা সংলগ্ন মুন্সি মিয়ার পুকুর পাড়ের উপর হইতে ১. মোঃ আমির হোসেন (৪২),পিতামৃত- জামাল আহম্মদ,মাতা- নুর বানু, সাং- পরৈকোড়া,আচার্য পাড়া(ইদ্রিছ মাস্টারের বাড়ি),ওয়ার্ড নং-০১,থানা- আনোয়ারা ০২. অংকুর দাশ(৪৫), পিতা- রঞ্জিত দাশ,মাতা- সূচি দাশ,সাং- কাশিয়াইশ( সাব রেজিস্ট্রার বাড়ি),ওয়ার্ড নং ০৬,থানা- পটিয়া ৩. মোঃ নাজিম উদ্দীন (২৭), পিতা- মোছলেম উদ্দিন, মাতা- নুরুন্নেছা, সাং- ভিংরোল(ইয়াছিন সওদাগরের বাড়ি), ওয়ার্ড নং- ০২, থানা- আনোয়ারা, সর্ব জেলা – চট্টগ্রামদের হেফাজত হইতে ৭০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয় ।
এ সংক্রান্তে আনোয়ারা থানার মামলা নং ১৭; তাং ১৭/০৮/২০২০ খ্রিঃ ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর টেবিল ২৪(খ)/৪১ রুজু করা হয়।