প্রেস বিজ্ঞপ্তি ;
আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এর দক্ষিণ পাড়ার (রোকসানা বাপেরবাড়ি) ‘র আবদুল আলমের পরিবারের উপর হামলা করেন মোস্তফা আলী ও শফিউল আলমের সহযোগীরা এবং প্রাণনাশের হুমকি দেয়।
এতে আহত ব্যাক্তিরা হলেন,১,মর্জিয়া বেগম (৪৫).২,রোকসানা (২৮) ৩,আবদুল আজিজ( ৯) ৪, নিপা আকতার (২০) ৫,জয়নাল (২৯) আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্মরত ডাক্তাররা চিকিৎসা করে পুলিশ কেইস সার্টিফিকেট প্রধান করেন।
আবদুল আলম পরিবারের সঙ্গে আলাপে জানা যায়,গত ২৪ মে, সকাল বেলাতে আমার ছোট ছেলের ছাগলের (জালা) খাওয়াতে, আরিফুল ইসলাম আমার ছেলে আজিজকে বেদম মারধর করে, বিষয় টি জানতে চাইলে নিপা আকতারকে লোহার রড দিয়ে আঘাত করে রক্ততাত্ত করেন,
ঐ দিন সন্ধ্যায় পুনরায় প্রায় ৭.৩০ মিনিটের দিকে মোস্তফা আলী ও শফিউল আলম সহ পরিকল্পিত ভাবে দলবদ্ধ হয়ে, আবদুল আলমের পরিবারের উপর অতর্কিত রামদা,লোহাররড,লাটি নিয়ে সন্রাসী হামলা চালিয়ে পরিবারের সবাইকে গুরুত্বর আহত করে এবং ঘরের টিন ও বেড়া ভাংচুর করেন, আহতদের চিৎকারে এলাকায় লোকজন এগিয়ে আসলে,হামলাকারীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে যাওয়ার সময় বলে কোন প্রকার শুনলে আবারো হামলা চলবে।
আহতরা মেডিকেল সার্টিফিকেট সহ মামলা করার জন্য থানায় গেলে থানায় মামলা নেয়নি বলে জানান আহতরা, আমরা দুইবার চেষ্টা করে ও মামলা নেয়নি থানায়।