আনোয়ারা ট্রেডিং কর্পোরেশনের সহায়তায়   বারখাইন ইউনিয়নে ৩ শত পরিবার পেল উপহার সামগ্রী

আনোয়ারা প্রতিদিন ডেস্ক ;

আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের খেটে খাওয়া ৩ শত পরিবারের মাঝে মা-বাবার ইছালি সওয়াবের উদ্দেশ্যে আনোয়ারা ট্রেডিং কর্পোরেশনের সত্বাধিকারী শেখ মুহাম্মদ সরওয়ার হোসেন উপহার সামগ্রী বিতরণ করেন।

উল্লেখ্য যে তিনি প্রতি বছরের ন্যায়  মাহে রমযানে গরিব অসহায়দের পাশে দাঁড়ান।এই বছর করোনা ভাইরাসের প্রভাবের কারনে তিনি রমযানের আগেই ত্রান সামগ্রী বিতরন করেন।

তিনি বলেন, বিতরণ কালীন সময়ে দেশের দিনমজুর,খেটে খাওয়া মানুষ বাঁচলেই দেশ বাঁচবে তাই সমাজের বিত্তবানদের এই দূর্যোগ সময়ে এগিয়ে আসার আহবান জানান।সবশেষে তিনি মরহুম মাতা পিতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।