আনোয়ারা কালা বিবির দিঘীর মোড় এ চিংড়িতে জেলী দেওয়া তে একজন আটক

আনোয়ারা প্রতিদিনঃ

আজ ২৩ জুলাই, আনোয়ারা  উপজেলা মৎস্য দপ্তর,  চট্টগ্রাম এর সহযোগিতায় কালা বিবির দিঘীর মোড়ে জেলী পুশ করা চিংড়ি সহ একজন বিক্রেতাকে আটক করা হয়।

এসময় ক্ষতিকর জেলী পুশ করে চিংড়ি মাছের ওজন বৃদ্ধি করে গ্রাহকের সাথে প্রতারণা করার অপরাধে বিক্রেতাকে মোবাইল কোর্টের মাধ্যমে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া, ৪০ কেজী চিংড়ি মাছ জব্দ করা হয়।
অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), আনোয়ারা ও উপজেলা মৎস্য কর্মকর্তা, আনোয়ারা।