আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুপুত্রকে চিকিৎসার জন্য এসে মার খেতে হল হতভাগ্য বাবাকে।
গত ২৫ জানুয়ারি বেলা ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগে দায়িত্বরত চতুর্থ শ্রেণীর কর্মচারী হুমায়ুন আজাদ রোগির প্রতি হামলা করেন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫ জানুয়ারি বহিঃবিভাগে শিশুকে নিয়ে ডাক্তার দেখাতে আসেন, বারখাইন ইউনিয়নের এক রোগীর অভিভাবক । তিনি টিকিট চাইলে বহিঃবিভাগের কর্মচারী হূমায়ুন আজাদ রেগে মাতাল। রাগ দেখানোর কারণ জানতে চাইলে তার উপর হামলা করেন হুমায়ুন রোগীর অভিভাবক সহ মারধর করেন। এমন কি হাসপাতালে গুলাটে পরিস্থিতির সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, চতুর্থ শ্রেণীর কর্মচারী হূমায়ুন আজাদ প্রায়ই রোগীদের সঙ্গে খারাপ আচরণ করে থাকেন। নিজেকে একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে দাবি করেন এবং প্রভাব কাঠিয়ে থাকেন। তার আচরণে হাসপাতালের চিকিৎসক-কর্মচারীরাও অতিষ্ঠ। হুমায়ুন বলেন, আমি চাকুরির সাথে রাজনীতি ও করি মনে রাখবেন।
এ ব্যাপারে হুমায়ুন আজাদ বলেন, রোগীর চাপ থাকায় টিকিট নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। মারামারি বিষয়াবলী অশিকার করেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দীন বলেন, আসলে দুজনই মেজাজ ধরে রাখতে পারেননি, তাই ঘটনা ঘটলো। বিষয়টি মিলিয়ে দেওয়া হয়েছে।