আনোয়ারা উপজেলায় বার আউলিয়া এলাকায়, জোয়ারের পানিতে প্লাবিত

আনোয়ারা প্রতিদিন ঃ

চট্টগ্রামের   আনোয়ারা উপজেলার গহিরায়  বঙ্গোপসাগরে জোয়ারের পানি বেড়ে প্লাবিত হয়ে পড়ে উপজেলার রায়পুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বারআউলিয়া এলাকা ।

আজ ৬ জুন,দুপুরে বঙ্গোপসাগরের জোয়ারের পানি বেড়ে গেলে বেডিবাঁধের খোলা অংশ দিয়ে পুরো গ্রাম প্লাবিত হয়। এতে করে গ্রামের ৩ হাজার মানুষ পানি বন্ধি হয়ে পড়ে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা মাধ্যম গুলি ।

স্থানীয়রা বেডিবাঁধের নির্মাণ কাজের অনিয়মকেই দায়ী করছে। পানি উন্নয়ন বোর্ড বলছে ,ভাঙন রোধে বসানো জিও ব্যাগ গুলো দুষ্কৃতকারীরা রাতের অন্ধকারে কেটে ফেলার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে আজ ।

এসব এলাকার জন্য ৭ টি প্যাকেজে ১ শত ৫০ কোটি টাকার নতুন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।