আনোয়ারা উপজেলায় জাতীয় যুব দিবস’২২ অনুষ্ঠিত

আনোয়ারা প্রতিদিনঃ

জাতীয় যুব দিবস’২২ পালনে “প্রশিক্ষিত যুব উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে নিয়ে আনোয়ারা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এক আলোচনা সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,সভাপতিত্ব করেন উপজেলা নিবা`হী অফিসার শেখ জুবায়ের আহমেদ।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন -যুব কাউন্সিলর নুরুল আফসার তালুকদার,যুব কাউন্সিল ও যুব প্রতিনিধি এম.জাফর ইকবাল তালুকদার।

বক্তব্য রাখেন-যুব উন্নয়ন কম`কতা`রেজাউল হোক মাহবুব আলম,যুব সংগঠক আবু সুলতান,নইমুদ্দিন সোহেল ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশিক্ষনাথী`।

বক্তারা বলেন-জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল কারন যুব উন্নয়নের মাধ্যমে বত`মান সরকার বেকার যুবকদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের উদ্যোক্তা বানিয়েছেন,তারা এখন নিজের পাঁয়ে দাড়িয়ে পরিবারের অসচ্ছলতা দূর করেছেন।

তারা আরো বলেন- বত`মান দেশে বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে, ‘কম`ই শক্তি,কম`ই মুক্তি’ প্রশিক্ষিত যুবকরা আজ ছোট ছোট প্রকল্পের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তরের সুদ বিহীন ঋন গ্রহনে স্বাবলম্বী হচ্ছেন এটাই সোনার বাংলা গঠনের সুগম পথ।

তাই গ্রাম থেকে শহরে সকল বণে`র বেকার যুবকদের যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ গ্রহন করে স্বাবলম্বী হওয়ার আহবান জানান।