আনোয়ারা উপজেলায়  করোনা উপসর্গ নিয়ে ১ম মৃত্যুবরণকারী আবু বক্করের লাশ কাফন-দাফন সম্পন্ন করেন “গাউসিয়া কমিটি”

চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার অন্তর্গত উত্তর চাতরী গ্রামে কামাল মাষ্টার বাড়ীর মরহুম জামাল হোসেনের পুত্র জনাব আবু বক্কর দীর্ঘ প্রায় ১৪ দিন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২ জুন সকাল সাড়ে ৯টায় চাতরী নিজ গ্রামের বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, আনোয়ারা থানা অফিসার ইনচার্জ, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা, আনোয়ারা উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা ও চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব সহ সকলের অনুমতিক্রমে ও সহযোগিতায় ইসলামী নিয়ম-নীতি অনুসারে গত ২ জুন  পারিবারিক কবরস্থানে মৃত ব্যক্তির কাফন-দাফন সম্পন্ন করেন গাউসিয়া কমিটি আনোয়ারা উপজেলা।

এতে গোসল, কাফন, জায়নাজা ও দাফন কাজে উপস্থিত ছিলেন মুহাম্মদ মোরশেদ আলম ‘মুন্সী’, মাওলানা ছৈয়দ হোসেন তৈয়্যবী, খাইর মোহাম্মদ, মুহাম্মদ আরফাত হোসেন, এম.আখতার হোসাইন, মোহাম্মদ আলী, এস.এম মিজানুর রহমান ও মুহাম্মদ রফিক।

মৃত ব্যক্তি ইসলামী ব্যাংক লিঃ, আগ্রাবাদ শাখায় কর্মরত ছিলেন। তাহার বয়স প্রায় ৪৫ বছর। মৃত্যুকালে তিনি ১স্ত্রী, ১পুত্র ও ১ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। আল্লাহ্ তাঁহাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।

আত্মত্যাগী সকল ভাইদের খেদমত আল্লাহ্ কবুল করুন, ভবিষ্যতেও এই মহান কাজে সবাইকে শরীক হওয়ার তৌফিক দান করুন, সুস্থ রাখুন, সবাইকে হেফাজত রাখুন।