২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আনোয়ারা উপজেলার সর্ববৃহৎ সামাজিক ও মানবতাবাদী সংগঠন আনোয়ারা ইয়ুথ এসোসিয়েশনের সহযোগী সংগঠন আয়া ব্লাড ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা ও অভিষেক অনুষ্ঠান আনোয়ারা বটতলী হিলটন পার্কে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
আয়া ব্লাড ব্যাংকের উপদেষ্টা সাজ্জাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুধু মানবতার কথা বললে হবে না, সমাজের প্রত্যেক স্থরে মানবতার জন্য মানবতাবাদীদের কাজ করে যেতে হবে।
মানবতার কল্যাণে সংগঠনের কর্মীদের নিরলস কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।