আনোয়ারায় ২১০০ পিচ ইয়াবা সহ আটক ০২ জন

আনোয়ারা উপজেলা থানাধীন জুইদন্ড়ী ইউপিস্হ খুরুস্কুল সেন্টার হইতে ২১০০ পিচ ইয়াবা সহ ০২ জনকে আটক করা হয়।

অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশক্রমে গোপন সংবাদের ভিত্তিতে ধৃত আসামী ১।মোঃ কামরুল(৩০) পিতামৃত আবুল কাশেম মাতামৃতঃ গোলাপি বেগম সাং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড় নং ২৯ থানাঃ সদরঘাট জেলাঃ সিএমপি চট্টগ্রাম এর হেফাজত হইতে ১১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করিয়া তার দেয়া তথ্যতের ভিত্তিতে ২নং ধৃত আসামি কাঞ্চন বেগম(৪৫) স্বামীঃ ছৈয়দ নুর সাং জুইদন্ড়ী (ওলহার বাপের বাড়ী) ওয়ার্ড় নং ০৫ থানাঃ আনোয়ারা জেলাঃ চট্টগ্রাম এর বসত ঘর হইতে ১০০০ পিচ ইয়াবা সর্বমোট ২১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি।