আনোয়ারায় হতদরিদ্র পাঁচশত পঞ্চাশ পরিবার কে এাণ বিতরণ করেন, যুবলীগের আহ্বায়ক “শওকত ওসমান”

আনোয়ারা প্রতিদিন ;

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হতদরিদ্র পাঁচশত পঞ্চাশ পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান।

গত ১৭ এপ্রিল সকাল থেকে উপজেলার বৈরাগ ইউনিয়নের এসব পরিবারের ঘরে-ঘরে পৌঁছে দেওয়া হয়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

খাদ্যসামগ্রী বিতরণকালে শওকত ওসমান জানান, আমাদের রাজনৈতিক অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নির্দেশে প্রতিদিনই ভিন্ন-ভিন্ন এলাকায় অসহায় পরিবারে দেয়া হচ্ছে খাদ্য সহায়তা।

নিজস্ব উদ্যোগে প্রথমধাপে সাড়ে পাঁচশত পরিবারকে এ সহায়তা দেওয়া হয়। এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।