আনোয়ারা প্রতিদিন;
আনোয়ারায় সড়ক দূর্ঘটনায় আহত গিয়াসউদ্দিন (৪৩) নামে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যবসায়ীর স্ট্রোক করে মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৫শে জুন) ভোর ৩টার সময় চট্টগ্রাম মেট্টপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বলে তার পরিবার নিশ্চিত করে ।
মৃত গিয়াসউদ্দীন উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের আব্দুল ছালামের ছেলে। বৈরাগ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সাদ্দমের বলেন, মৃত গিয়াসউদ্দিন পেশায় একজন ধান ব্যাবসায়ী,সে গত ২২শে জুন আনুমানিক ১২.৩০ মিনিটের সময় ব্যাবসায়িক কাজে ফকিন্নির হাঁটে যান তখন রাস্তা পারাপারের সময় সিএনজি এর সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে গেলে সাথে-সাথে স্থানীয়রা তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আনোয়ারায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রোগীর স্বজনরা তাকে চট্টগ্রাম মেট্টপলিটন হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা।