আনোয়ারায় সোলেমান চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত স্বাস্থ্য সেবায় অবদানের জন্য

আনোয়ারা প্রতিদিনঃ

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শনিবার (১১ জুলাই) বিকালে চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আজাদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পরিচালক এমআইএস ও বিভাগীয় পরিচালক মনোজ কুমার রায়, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. উস্যেং উইন ববি প্রমুখ।