এম এইচ ইমরান চৌধুরী, আনোয়ারা প্রতিদিন ;
চট্টগ্রাম জেলার আনোয়ারায় উত্তর শিলাইগড়া ফৌজদার দিঘীর পাড়কে, পার্কে রুপান্তর করে প্রতিনিয়ত সিনিয়র জুনিয়রদের আড্ডা, পিকনিকের আয়োজন করা ও দিনভর দলে দলে ঘোড়া ফেরা করা যেনো নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়ালো।
এতে স্থানীয় মুরব্বীরা জানান, তারা বাঁধা দিলে তা অমান্য করে এবং প্রসাশনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে প্রতিদিনের ন্যায় অবাধ্য বকাটেরা ঘোড়াগুড়ি আড্ডা এসব কাজে যেনো নিয়মিত লিপ্ত থাকে দীর্ঘ রাত জেগে ।গতকাল ২২ তারিখ বুধবার রাত ৯.৩০ এর সময় স্থানীয় ২০/২৫ জনের ও অধিক যৌবকরা আইনকে অমান্য করে ফৌজদার দীঘিড় পাড়ে পিকনিকের আয়োজন করায় পুলিশ লাঠিপিটা করলে সবাই পালিয়ে যায় ঘটনা স্থল থেকে।
আনোয়ারা থানার এ এস আই রেজাউল করিম মামুন জানান,গুফন সংবাদের ভিত্তিতে খবর পেলে, আমাদের লোকজন ঐ এলাকায় গিয়ে ধাওয়া করলে সবাই পালিয়ে যাওয়াতে কাউকে আটক করা হয়নি।তবে পরবর্তীতে খবর পেলে আবারো ঐ এলাকায় অভিজান চালিয়ে আইন অমান্যকারীদের আইনের আওতায় আনা হবে।এতে স্থানীয় সচেতন নাগরিকদের সহায়তার প্রয়োজন মনে করেন রেজাউল করিম মামুন।