আনোয়ারা প্রতিদিনঃ
আনোয়ারা উপজেলা সদর ইউনিয়নের জয়কালী বাজারের সরদার পাড়ার তুপান সর্দারের বাড়িতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুনে লেগে ৫ টি বসতঘর পুড়ে যায় , ২০লক্ষ ক্ষয়ক্ষতি হয়ে বলে জানা যায়।
আজ সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় আনোয়ারা সদর ইউনিয়নের জয়কালী বাজারের পাশে তুপান সরদারের বাড়িতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুনে লেগে ৫ টি বসতঘর পুড়ে চাই হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, ক্ষতিগ্রস্তরা হলেন কৃষ্ণ সরদার, রবি সরদার, বিজয় সরদার, তুপান সরদার।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় নিলু সরদার ঘরে রান্না করার সময় গ্যাস থেকে আগুন লেগে যায়। দ্রুত তা ছড়িয়ে পড়ায় জ্বলতে থাকে বাড়ি। মুহূর্তের মধ্যে আরো আশাপাশে চারটি ঘরে আগুন ধরে যায়।
প্রথমে পাশের পুকুর থেকে দিয়ে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে দ্রুত ছুটে আসে আনোয়ারা ফায়ার সার্ভিস। প্রায় একঘণ্টা চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণ সম্ভব হয়।
আনোয়ারা ফায়ার সার্ভিসের টিম লিডার মনজুরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থে গিয়ে প্রায় ১ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়।গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুণের সূত্রপাত ঘটে।
ক্ষতিগ্রস্থ কৃষ্ণ সরদার জানান ,রান্না করার সময় গ্যাস সিলিন্ডার সামলাতে না পেরে পাইপ লিক করে আগুন লেগে যায়। আমার প্রতিবেশীসহ ৫টি বসত বাড়ি পুড়ে যায়। বাড়িতে থাকা শস্য, আসবাবপত্র, কাপড়-চোপড়, অলংকার, জমির কাগজপত্র, বইপত্র ও নগদ টাকাসহ পুড়ে ছাই হয়ে গেছে।
এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।