“হুমকির মুখে কোটি টাকার বাঁধ”
বছরের পর বছর আনোয়ারার শঙ্খ নদীতে বিভিন্ন অংশ থেকে বালু উত্তোলন ও বিক্রি চলছে অবাধে।
উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা পরিচয়ে একটি সিন্ডিকেট বছরের পর বছর অবৈধভাবে বালু তুলে বিক্রি করছে বলে অভিযোগও দীর্ঘ দিনের।
স্থানীয় প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে বালু উত্তোলন চললেও চক্রটির বিরুদ্ধে কোনো স্থায়ী ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে বালু উত্তোলন করায় তে হুমকির মুখে বেঁড়িবাঁধ ও চলাচলের সড়কগুলো। ধুলাবালিতে স্কুল, কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরেই এইভাবে বালু তুলে বিক্রি করছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা। রাতের আঁধারে শঙ্খ নদীর বিভিন্ন স্থান থেকে বালু তোলে ভোর থেকে দুপুর পর্যন্ত চলে বালু খালাশের কাজ।
বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ কিছু বলতে সাহস পাইনি । তারা অনেকেই ইউপি নির্বাচনে ইউপি সদস্য প্রার্থীও ছিলেন, কেউ কিছু বললে হুমকি দিয়ে বলে আমরা আওয়ামী লীগ এর লোক। প্রশাসনকে ম্যানেজ করে এ ব্যবসা করছি।