প্রেস বিজ্ঞপ্তি ;
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সাঙ্গু কোস্টগার্ডের সদস্য কর্তৃক মিথ্যা মামলায় হয়রানিমূলক জেলে চালান দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওসমান ও ইকবালের পরিবার।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ ইরফান। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত বৃহস্পতিবার(২৮ মে) সকালে ১৬ হাজার পিচ ইয়াবা সহ ১ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য দিয়ে আনোয়ারা উপজেলার পশ্চিম রায়পুর ময়না গাজীর বাড়ির আব্দুল সাত্তারের পুত্র মো. ওসমান(৩০) ও মৃত আব্দুল গফুরের পুত্র মো. ইকবাল(৩৫) আটক করে সাঙ্গু কোস্টগার্ড।
তারা স্থানীয় রায়পুর ওয়াহেদ আলো চৌধুরী বাজারে একটি চায়ের দোকানে চা খাওয়ার সময় সাঙ্গু স্টেশনের কোস্টগার্ডের সদস্যরা তাদের ওয়ারেন্ট আছে দাবি করে আটক করে এবং তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি সাঙ্গু স্টেশনে রেখে কর্ণফুলী কোস্টগার্ড স্টেশনে নিয়ে যায়।
এরপর পতেঙ্গা থানায় তাদেরকে বঙ্গোপসাগর থেকে ইয়াবা সহ আটক করেছে বলে পতেঙ্গা থানা পুলিশকে সোপর্দ করলে, পতেঙ্গা থানা তাদেরকে মাদকদ্রব্য মামলা দিয়ে কোর্টে চালান করে দেয়। উক্ত মামলায় দৃত ইকবালের দুইটি মামলা আছে বলে মামলার নথিতে উল্লেখ করে। কিন্তু এই ইকবালের কোন মামলা নাই বলে দাবি করেন তার পরিবার এবং তাদের মোটর সাইকেলটিও দুইদিন আগে কোস্টগার্ড স্থানীয় মেম্বার জাহেদকে ফেরত দেয় বলেও সম্মেলনে দাবি করেন তারা।
তারা আরো জানান, ইকবাল মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এদিকে ওসমানের নামে দুইটি মাদকদ্রব্য মামলা আছে বলে জানা গেলেও, ওসমান গত ৫ বছর ধরে এই মাদক ব্যবসার সাথে জড়িত ছিল না বলে দাবি করেন তার পরিবার। তারা মনে করছেন, কোস্টগার্ড কে বা কাদের ইন্ধন পেয়ে তাদের গ্রেপ্তার করেছে সেটা এখন খতিয়ে দেখার বিষয়। তারা এর সুষ্ঠু বিচার দাবি করেন সংবাদ সম্মেলনে।