আনোয়ারায় মাস্ক না পরায় ১৮ জনের জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং মাস্ক না পরায় ১৮ ব্যক্তিকে  জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ জুন) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী এই জরিমানা করেন। অর্থদণ্ডপ্রাপ্ত পথচারীদের মধ্যে চালক, যাত্রী ও জন সাধারণ ক্রেতা, বিক্রেতা ও পথচারী ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী জানান, চলমান করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে বাড়ির বাইরে বের হলে মুখে মাস্ক পরতে স্বাস্থ্য অধিদফতরের সরকারি নির্দেশনা রয়েছে। তবে এই নির্দেশনা অমান্য করে ঘুরাফেরার সময় ঐ ১৮ ব্যক্তিকে ৭ হাজার ৩শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ বলেন, ‘করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের মধ্যে বাড়ির বাইরে অবস্থান করা সকল ব্যক্তিকে অবশ্যই মাস্ক পরতে হবে। এছাড়া অন্যান্য স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে। গণপরিবহনে যাত্রী পরিবহনের সময় অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে কিনা এবং রাস্তায় বের হলে মাস্ক ব্যবহার করা হচ্ছে কিনা তা যাচাই করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় মাস্ক না পড়ায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ১৮ জনকে জরিমানা করা হয়।