আনোয়ারায় মার্কিন ডলারসহ ওসমান গনি গ্রেফতার

আনোয়ারা প্রতিদিনঃ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী রুস্তম হাট বাজার থেকে ৪ হাজার ৮০০ মার্কিন ডলার ও নগদ ১ লক্ষ ৬৭ হাজার টাকাসহ ওসমান গনি প্রকাশ (৩৮) ওরফে ডলার ওসমানকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুন) দুপুর তিনটায় উপজেলার বটতলী রুস্তম হাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিশেষ ক্ষমতা আইনে তার নামে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃত ওসমান গনি উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বাইয়্যের বাড়ির ডলার ইব্রাহিমের ছেলে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এসএম দিদারুল ইসলাম জানান, ওসমান ইউএস ডলার বিক্রি করার সময় বটতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৪ হাজার ৮০০ মার্কিন ডলার ও ডলার বিক্রির নগদ ১ লক্ষ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।