আনোয়ারায় মসজিদ ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, মোতাওয়াল্লি মিজান’র বিরুদ্ধে

আনোয়ারা প্রতিদিন ;

আনোয়ারায় উত্তর হাজীগাঁও জরিপ খাঁন জামে মসজিদের জমি অধিগ্রহনের ১১লক্ষ টাকা আত্নসাতের অভিযোগ উঠেছে কথিত মোতাওয়াল্লি মিজানের বিরুদ্ধে।আরো ৫৫ লক্ষ টাকা আত্নসাতের পাঁয়তারা করছে।

এ নিয়ে মসজিদ পরিচালনা কমিটির লোকজন থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় এলাকাবাসী গতকাল আনোয়ারা থানার সামনে বিক্ষোভ করেছেন। পুলিশ আপোষ মিমাংসার জন্য গতকাল উভয় পক্ষকে নিয়ে থানায় সমঝোতা বৈঠক করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উত্তর হাজীগাঁও জরিপ খাঁন জামে মসজিদ একটি ওয়াকফ সম্পত্তি। পূর্ব পুরুষরা মসজিদের নামে বেশ কিছু কৃষি জমি,পুকুরসহ বিভিন্ন স্থাপনা ওয়াকফ করে যান মসজিদের ব্যয় নির্বাহ করার জন্য।ওয়াকফকৃত জমি থেকে গ্যাস লাইনের জন্য একটি জমি অধিগ্রহণ করা হয়। অভিযুক্ত মিজান মোতাওয়াল্লী দাবী করে জাল কাগজপত্র দিয়ে চট্টটগ্রাম এলএ শাখা থেকে ১১ লক্ষ টাকা উঠিয়ে আত্নসাত করে।

জানা যায়, বর্তমানে মসজিদের উন্নয়নের কাজ চলছে। দ্বিতল পর্যন্ত নির্মান কাজ সমাপ্ত করতে প্রায় ৫৫ লক্ষ টাকা খরচ হয়েছে। বাকী কাজ সমাপ্ত করতে আরো ৫৫ লক্ষ টাকা প্রয়োজন। মসজিদের উন্নয়ন কাজে খরচ করার জন্য পরিচালনা কমিটির লোকেরা মিজানের কাছ থেকে আত্নসাত করা টাকা ফেরত চাইলে সে টাকা দিবেনা বলে সাফ জানিয়ে দেয়। এছাড়া মসজিদের আরো একটি জমির অধিগ্রহনের ৫৫ লক্ষ টাকা তুলে নিয়ে আত্নসাতের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে মিজানের বিরুদ্ধে।

এদিকে গত কয়েকদিন আগে মসজিদের জায়গা থেকে বেশ কিছু মূল্যবান গাছ কেটে নিয়ে গেছে মিজান।

এসব বিষয় নিয়ে এলাকার লোকজনের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এলাকায়।

এ ব্যাপারে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ব্যবসায়ী জাফর উদ্দিন চৌধুরী বলেন, এই মিজান জাল কাগজপত্র দিয়ে মসজিদের ¹য়াকফকৃত জমি অধিগ্রহনের ১১ লক্ষ ২১ হাজার টাকা আত্নসাত করেছে। আরো ৫৫ লক্ষ টাকা আত্নসাত করার চেষ্টা করছে। এছাড়া কয়েকদিন আগে মসজিদের জায়গা থেকে বেশ কিছু মূল্যবান গাছ কেটে নিয়ে যায়। আমরক থানাসহ বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে অভিযোগ। দিয়েছি।

জানতে চাইলে আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন,হাজীগাঁও জরিপ খাঁন জামে মসজিদের বিষয়ে উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। আমরা কাগজপত্র দেখে বিষয়টা মীমাংসার চেষ্টা চালাচ্ছি।