আনোয়ারায় বিষাক্ত ৩০ কেজি পিরানহা মাছ উদ্ধার

আনোয়ারা প্রতিদিন;

আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সরকারের নিষিদ্ধ  ৩০ কেজি বিষাক্ত পিরানহা মাছ জব্দ করা হয়েছে।

আজ রবিবার ৫ জুলাই, আনোয়ারা উপজেলা চাতরী চৌমুহনী বাজারে আকস্মিক পরিদর্শন করেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ রাশিদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত  পরিচালনা কালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক বলেন,অধিকাংশ পিরানহা মাছই দেখতে দারুণ সুন্দর কিন্তু খুবই আক্রমণাত্মক স্বভাবের মাছ। তাই এই মাছ গুলো বাজার জাত ও উৎপাদন নিষিদ্ধ ।

চাতরী চৌমুহনী বাজার এলাকায়  অভিযান পরিচালনা করে সরকারের নিষিদ্ধ বিষাক্ত ৩০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়, জব্দ কৃত মাছ গুলো মাটিতে পুঁতে ফেলা হয়।

তিনি আরো বলেন  বাজারে যারা মাছ বিক্রেতা আছে তাদের এই বিষয়ে সতর্ক করা হয় । আমাদের ভ্রাম্যমাণ আদালতের  অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য কর্মকর্তা জাহেদ আহমেদ ও মোহাম্মদ এনামুল হক প্রমুখ।