আনোয়ারায় বাইক চোর চক্রের সদস্য আটক

আনোয়ারা প্রতিদিনঃ

আনোয়ারায় মোটরসাইকেল চোর চক্রের অন্যতম সদস্য মোঃ ফয়সাল প্রকাশ জিকু (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। গত সোমবার (৩০নভেম্বর) উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের রুদুরা নোয়া আলী মেম্বারের বাড়ী এলাকা থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ এত আসামীকে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত সোমবার দুপুর দেড়টার দিকে ৮নং চাতরী ইউনিয়নের নোয়া আলী মেম্বারের বাড়ী এলাকায় মোটরসাইকেল চোর চক্রের সদস্যের অবস্থানের খবর পায়। পরে এস আই একরাম জামানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে তাকে হাতে নাতে আটক করা হয়। আটককৃত মোঃ ফয়সাল চট্টগ্রামের সিতাকুন্ড থানার গুলিয়াখালী গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

আনোয়ারা থানার এস.আই একরাম জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতেই উপজেলার রুদরা ইউনিয়নে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ওই সদস্যকে আটক করি।

এই সময় তার কাছ থেকে চোরাইকৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটকৃত আসামীর বিরুদ্ধে আনোয়ারা থানার ২৭ নং মামলায় ৩৭৯/৪১৩ ধারায় মামলা রুজু করা হয়।