নিজস্ব প্রতিনিধি :
আনোয়ারায় জমির মালিকানা নিয়ে আবদুর নুর ও আবদুর রাজ্জাকের মধ্যে বিরোধ চলে আসছিল অনেক দিন।
গত ৩০ মার্চ বিকাল ৬টার দিকে আবদুর নুরের সহযোগীদের নিয়ে হামলা চালায় আবদুর রাজ্জাকের পরিবারের উপর। প্রতিপক্ষের হামলায় আবদুর রাজ্জাক (৬০) নিহত হয়, বটতলী গ্রামের মাঝের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে তার স্ত্রী হাবিজা খাতুন (৫৭) ও ছেলে ফোরকান (২৬) গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা ও ইউপি সদস্য জানান, জমি নিয়ে বিরোধ চলে আসছিল দু পক্ষের মধ্যে। জায়গাজমি বিরোধের জের ধরে প্রতিপক্ষ আবদুর নুর সহযোগীদের নিয়ে হামলা করেন, এঘটনায় আবদুর রাজ্জাক, স্ত্রী ও ছেলে গুরুতর হয়।
স্থানীয়রা উদ্ধার করে আনোয়ারা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শারিরীক আগাত গুরুতর হওয়াতে চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।গত ৩০ মার্চ রাত ৮টায় দিকে আবদুর রাজ্জাক মারা যান।
চমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আবদুর রাজ্জাক, স্ত্রী ও তার ছেলে গুরুতর
আহত অবস্থায় হাসপাতালে আসলে তাদের জরুরি বিভাগে নেওয়া হয় এবং চিকিৎসক আব্দুর রাজ্জাককে দেখার পর মৃত ঘোষণা করেন।
আনোয়ারা থানা ওসি দুলাল মাহমুদ জানান, আমারা ঘটনাস্থল গিয়ে দুইজন কে আটক করেছি,১,মরিয়ম খাতুন,২,আবদুর নুর কে কোর্ট এ প্রেরণ করছি,এই পযর্ন্ত কোন মামলা হয়নি তবে লাশ দাপনের পর মামলা নেওয়া হবে।