আনোয়ারা প্রতিদিন :
আনোয়ারা উপজেলায় মাঝরাতে অবৈধভাবে মাটি কাঠার অপরাধে ডাম্পার ও স্কেভেটর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত ২৮ এপ্রিল মাঝরাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির হাসান চৌধুরী উপজেলার বিলপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালিন এ জরিমানা করেন।
এ সময় শ্রমিকরা প্রশাসনের লোক দেখতে পেয়ে পালিয়ে যান। এমন সময় স্কেভেটর মালিক সামশুল আলমের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, যারা মাটি কেটে নিচ্ছে তাদের কাছে জমির মালিকরা অসহায়। অবৈধভাবে অন্যের জমি থেকে মাটি চুরির অভিযোগটি রাতেই স্থানীয় ভূমি কর্মকর্তা জানিয়েছেন এবং রাতেই আইনগত ব্যবস্থা নিয়েছি।
কৃষি জমির টপসয়েল বিক্রির ফলে জমির উর্বরতা হারাচ্ছে। আগামীতে খাদ্য ঘাটতিসহ পরিবেশ বিপর্যয়ের ফলে ফসলি জমি হুমকির মুখে দাঁড়াবে ।এ ধরণের অপরাধমূলক কাজে কখনো সামান্যতম ছাড় দেয়া হবেনা।