আনোয়ারায় প্রবাসীরা যথাযথভাবে সরকারের নির্দেশনা পালন করছে কিনা তা তদারকি করেন-সেনাবাহিনী

আনোয়ারায় করোনাভাইরাস প্রতিরোধে সহকারী কমিশনার (ভূমি), বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ও আনোয়ারা থানার কর্মকর্তা হোম কোয়ারান্টাইনে থাকা বিভিন্ন প্রবাসীদের বাড়িতে গিয়ে প্রবাসীরা যথাযথভাবে সরকারের নির্দেশনা পালন করছে     কিনা তা তদারকি করেন।

অভিযানে সকল জায়গায় প্রবাসীদের যথাযথভাবে থাকতে দেখা যায়। এজন্য তাদেরকে ধন্যবাদ।

এছাড়া, রাস্তায় বের হওয়া বিভিন্ন মানুষকে করোনা সম্পর্কে সচেতন করা হয় এবং যাদের মাস্ক নেই তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

চাতুরী চৌমুহনী বাজার পরিস্কার রাখার জন্য বিভিন্ন ব্যবসায়ীকে উদ্ভুদ্ধ করেন। অনেকেই সাথে সাথে পরিস্কার করে ফেলেন। এসকল কার্যক্রম অব্যাহত থাকবে।