আনোয়ারায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে রায়পুর-গহিরা 

আনোয়ারা প্রতিদিন ;

ঘুর্ণিঝড় আম্ফানের আঘাতে ও জোশারের পানিতে তলিয়ে গেল (গহিরা) রায়পুর ইউনিয়নের প্রায় শতাদিক পরিবার,পানিতে অনেক বসত বাড়িসহ একটি মসজিদ ও একটি হেফজ খানা।

স্থানীয় এলাকাবাসী জানান, বেড়িবাঁধের কাজ বর্ষার আগে সম্পন্ন করার কথা কিন্তু বেড়িবাঁধের কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে বলে জানানো হলেও বার আউলিয়ার এদিকে বেড়িবাঁধ দেখাও যাচ্ছেনা।
এলাকাবাসী আরো জানায় একদিকে করোনা অন্য দিখে ঘুর্ণিঝড় আম্ফান, আমাদের জীবন যাপন করা দূর্বিসহ হয়ে উঠলো।

পানিতে ডুবে গেছে বার আউলিয়া বাজার, কবির মিয়ার বাড়ি, ইসমাইল মিয়াজির বাড়ি, বাইন্না পাড়া, মাওলানা আমীর হামজার বাড়ি, সিকদার বাড়ি,হাজি কেরামত আলী জামে মসজিদ, এবং পার্শ্ববর্তী হেফজ খানা সহ পুরো এলাকায় জুড়ে পানি তৈ তৈ করছে।

তথ্য সুত্রে জানা যায় রায়পুর তথা আনোয়ারার অভিভাবক আলহাজ্ব আক্তারুজ্জামান চৌধুরী বাবু বলেছেন রায়পুর আমার দ্বিতীয় জন্মস্থান রায়পুরের জনগণ আমার পরিবারের একটি অংশ

কিন্তু বর্তমান সরকারের মাননীয় ভুমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম পি মহোদয় সেই উন্নয়নের কাজ করে যাচ্ছে অনবরত কিন্ত টিকাদার ও এলাকার নেতাদের অনিয়ম দুর্নীতির কারনে যথাযত ভাবে কাজ হচ্ছেনা বলে  অভিযোগ এলাকার জনসাধারণের।

এলাকাবাসীর আবেদন, মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট আমাদের আকুল আবেদন আমরা লোক দেখানো ত্রান চাইনা এই ত্রান আমরা যে বসে খাবো সেই বসার জায়গাটা আগে আমাদের ব্যবস্থা করে দিন, আপনি আমাদের একমাত্র অভিভাবক আপনার কাছেই আমাদের দাবী রইল।