আনোয়ারা প্রতিদিনঃ
শীতের উষ্ণতায় ডেকে গেছে চারদিক।কনকনে শীত অনুভূত হচ্ছে।এই শীতে গ্রাম-গঞ্জে অসহায়,শীতার্ত মানুষের মুখে হাসি ফুটাতে ছুটে চলেছে আনোয়ারার একদল তরুণ।
আনোয়ারার অন্যতম সামাজিক,মানবিক ও শিক্ষামূলক সংগঠন জোনাকী ফাউন্ডেশনের সদস্যরা ঘরে ঘরে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছে।এই পর্যন্ত সংগঠন থেকে প্রথম ধাপে ১৫০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
জোনাকী ফাউন্ডেশন উদ্দ্যোগে আনোয়ারা ট্রেডিং কর্পোরেশন ও সংগঠনের সদস্যদের সার্বিক সহযোগিতায় এসব শীতবস্ত্র আনোয়ারার বিভিন্ন গ্রামে উপহার স্বরূপ বিতরণ করা হয়।
জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. রাশেদুল আলম বলেন,জোনাকী ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের নিম্নবিত্ত ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেস্টা করেছি। সমাজের ধনী শ্রেণীর লোকদের উচিত অসহায়দের সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়া।
এসময় তিনি জোনাকী ফাউন্ডেশনের মাধ্যমে যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং অন্যদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।