আনোয়ারায় জুয়েলারী ব্যবসার প্রতারণার রহস্য ফাঁস -নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) সাইদুজ্জামান

রিজুয়ান রাজু:
আনোয়ারায় স্বর্ণের দোকান জুয়েলারি ব্যবসায় বিভিন্ন ধরণের প্রতারণার গোমর ফাঁস করলেন আনোয়ারা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) সাইদুজ্জামান। ১৮ই ডিসেম্বর (বুধবার) আনোয়ারা জয়কালী বাজার এলাকায় বিভিন্ন জুয়েলারি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে দেখতে পায় জুয়েলারি দোকানের মালিকগণ স্বর্ণের ওজন পরিমাপের আর্ন্তজাতিক পদ্ধতি ব্যবহার না করে সনাতন পদ্ধতিতে স্বর্ণ পরিমাপ করছেন এবং ব্যবহৃত পরিমাপক যন্ত্রটি বিএসটিআই কর্তৃক পরীক্ষীত নয়। বর্ণিত অপরাধের কারনে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন -২০১৮ এর ৪৫ ও ৪৬ ধারায় ১৮হাজার টাকা জরিমানা করা হয়। আনোয়ারায় প্রায় শতাধিক স্বর্ণের দোকান রয়েছে। সাধারন জনগনকে এতদিন যাবত এই দোকানগুলো নিজেদের ইচ্ছেমতো র্স্বণ বন্ধক নিয়ে উচ্চচহারে সুদ নেওয়া এবং সবচেয়ে ভালো ২২ক্যারেট স্বর্ণের কথা বলে নকল স্বর্ণ দেওয়াসহ বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়ে আসছে সাধারণ জনগন। চাতরী গ্রামের নুরুল আবছার নামের একব্যাক্তি বলেন আমি প্রবাসে থাকি এক বছর আগে চাতরী চৌমহুনীতে স্বর্ণ বন্ধক দিয়ে টাকা নিয়েছিলাম পরবর্তীতে যখন স্বর্ণ ফেরত আনি দেখতে পায় আমার স্বর্ণগুলো পরিবর্তন করে ফেলেছে। পরে আমি স্বর্ণ পরীক্ষা করে এনে মামলা করতে চাইলে আমার কাছে ক্ষমা চেয়ে আগের মানের স্বর্ণ দিয়ে আমাকে সন্তুষ্ট করে। আনোয়ারার এ্যসিল্যান্ড ভ্রাম্যমান আদালত পরিচালনা করার পর সমাজিক যোগাযোগ মাধ্যমে সাধুবাদ জানাতে থাকেন আনোয়ারার ফেসবুক ব্যবহারকারিগন। সেন্টার এলাকার মু:আযহার উদ্দীন তুষার বলেন, স্বর্ণের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা হয় তা সাধারণ জনগন আগে জানতো না। না হয় স্বর্ণের দোকানে উচ্চহারে সুদ নেওয়া ও নকল স্বর্ণের ব্যাবসায় প্রতারিত ভুক্তভোগীরা অনেক অভিযোগ দিতো। তিনি আরো বলেন, বর্তমান এ্যসিল্যান্ড সাইদুজ্জামান আনোয়ারার মানুষকে একটি নতুন বিষয়ে সচেতন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
এব্যপারে আনোয়ারা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) সাইদুজ্জামান জানান,যেখানে অনিয়ম সেখানে অভিযান অব্যাহত থাকবে। আজ স্বর্ণের দোকানে ১৮হাজার টাকা জরিমানা করা হয়েছে । এরপর বেলচূড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারী ১ নং খাস খতিয়ানভূক্ত জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ কৃত খাস জমির পরিমান ১০ শতক। এটা নিয়মিত অভিযানের অংশ বলেও জানান তিনি।