এম,জসিম উদ্দীন,
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আনোয়ারা জুড়ে চলছে বেওয়ারিশ কুকুরের ভ্যাকসিন কর্মসূচী। সম্প্রতি বেওয়ারিশ কুকুরের উৎপাতে আনোয়ারাবাসী অবর্ণনীয় ভোগান্তির শিকার হয়ে আসছিলেন।
এছাড়া কুকুরের কামড়ের চিকিৎসা নিতেও অনেকে সমস্যায় পড়েন। আনোয়ারা উপজেলায় ব্যাপকহারে কুকুরের জলাতঙ্ক প্রতিরোধক টিকাদান (এমডিভি) মাইক্রোপ্ল্যানিং ২ নং বারশত ইউনিয়নেও উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক-নুর বেগমের তদারকিতে এ কার্যক্রম চলছে।
কুকুর ধরতে সূদুর পাবনা থেকে আনা হয়েছে প্রশিক্ষিত দক্ষ ৪৮ জন ডক ক্যাচার। বারশত ইউনিয়নে দু’টি টিম দুইভাগে বিভক্ত হয়ে এ কার্যক্রম শুরু করেছে। স্হানীয়দের মধ্য দায়িত্ব পালন করেছেন ভ্যাকসিনেটর-তানভীর হাসান, ভ্যাকসিনেটর-বিপ্লব, সার্ভেয়ার-মারুফ, সার্ভেয়ার-সজিব, ভোলান্টিয়ার-তৌহিদ, ভোলান্টিয়ার-আলাউদ্দীন। পাঁচ দিনের এ কর্মসূচী চলবে আগামী ১৯শে মার্চ পর্যন্ত ।