চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় চাতরী চৌমুহনী বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
আজ( ২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটা থেকে এই অভিযান শুরু করেন। উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগমের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় সওজ ও কর্ণফুলী টানেল প্রকল্পের কর্মকর্তা,আনোয়ারা থানা,কর্ণফুলী থানা পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরাসহ বিপুল পরিমান রিজার্ভ পুলিশ উপস্থিত ছিলেন।
প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট পযর্ন্ত এই অভিযানে ৩২ টি দোকান উচ্ছেদ করা হয়। দোকানগুলো সওজের জায়গায় অবৈধভারে গড়ে তুলেছেন বলে জানিছেন সওজের কর্মকর্তারা।
চট্টগ্রাম দক্ষিণজেলা সওজের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন আমরা আজকের মত অভিযান এখানে শেষ করলাম পরবর্তীতে আরেকটি দিনক্ষণ ঠিক করে অভিযান পরিচালনা করবো।
উপ সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম জানান, আমরা মূলত টানেলের প্রবেশ পথটা আজকে পরিষ্কার করলাম। এই রকম অভিযান অব্যাহত থাকবে।