আনোয়ারায় গোদারপাড়া ব্রিজ এলাকায় পরিত্যক্ত ভবনে পতিতালয় ও মাদকের আখড়ায় পরিণত

আনোয়ারা প্রতিদিনঃ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ও ৪নং বটতলী ইউনিয়নের সীমান্তবর্তি গোদারপাড়া ব্রিজ এলাকায় খালের পাড়ে একটি সরকারী পরিত্যক্ত ভবনে(সুইচগেট)’র মধ্যে প্রতিরাতে চলে মাদক ও অসামাজিক কার্যকলাপে পরিণত হয়।

রাতের অন্ধকারে ও নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় কিছু চিহ্নিত বখাটে সুকৌশলে বিভিন্ন এলাকা থেকে পতিতা এনে সেই পরিত্যক্ত ভবনে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। পাশাপাশি চলে ইয়াবা ও মদের আসর।

স্হানীয় একাধিক সূত্রে জানা যায়,আশপাশের এলাকার কিছু সিএনজি ড্রাইভার ও এলাকার মাদকসেবী মিলে উপজেলার সেন্টার ও চাতরী চৌমুহনী থেকে কিছু গার্মেন্টস কর্মী নারীদের প্রেমের ফাঁদে ফেলে বিয়েপ্রলোভন দেখিয়ে উক্ত এলাকায় নিয়ে এসে এই অসামাজিক কার্যকলাপে লিপ্ত করিয়ে থাকেন ।

স্থানীয়রা জানান,সম্প্রতি অত্র খালের বেড়িবাঁধ সড়কটি মাটি ভরাট করার কারণে গাড়ি চলাচলের উপযোগী হওয়ায় রাতের আধারে স্থানীয় মাদকসেবী ও কিছু বাহিরগত দালাল মিলে পরিত্যক্ত ভবনে পতিতা ও মাদকের আখড়া গড়ে তোলেছেন।

বিষয়টি স্হানীয় একাধিক ব্যাক্তি আনোয়ারা থানা পুলিশকে বিভিন্ন ভাবে অবহিত করলেও প্রশাসনের তেমন ভূমিকা পরিলক্ষিত হচ্ছেনা মর্মে সচেতন মহলের অভিযোগ।

এই ব্যাপারে প্রশাসন জানান , গোদারপাড়া ব্রিজ এলাকার পরিত্যক্ত সুইচগেট ভবনে মাদক কার্যকলাপ চলে।
দ্রুত অভিযান চালানোর ব্যাবস্হা নেওয়া হচ্ছে।