আনোয়ারায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু

এস.এম.সালাহ্উদ্দীন :: 

আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা গ্রামে সেলিনা আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সেলিনা ওই এলাকার প্রবাসী সাদ্দাম হোসেনের স্ত্রী ও চট্টগ্রামের পূর্ব মাদার বাড়ি পুরাতন কাস্টম এলাকার সোনা মিয়ার মেয়ে। সেলিনার তিন বছরের এক ছেলে সন্তান রয়েছে। লাশ উদ্ধারে পুলিশ যাওয়ার কিছুক্ষণ পর তার স্বামী সাদ্দাম হোসেন ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়।

নিহত সেলিনার ভাই মামুন জানান, চার বছর আগে আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা গ্রামের প্রবাসী সাদ্দাম হোসেনের সাথে আমার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তার শ্বাশুড়িসহ পরিবারের লোকজন বিভিন্ন বিষয়ে সেলিনাকে নির্যাতন করতেন। তার স্বামী বিদেশ থেকে দেশে আসার পরও তার উপর নির্যাতন বন্ধ হয়নি। তার শ্বশুরবাড়ির লোকজন মিলে আমার বোনকে হত্যা করেছে। তাদের বিরুদ্ধে আমি মামলা করব।

এ ব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নির্যাতনের কারণে তিনি আত্মহত্যা করেছে। ময়না তদন্তের রিপোর্ট পাবার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।