আনোয়ারায় গত তিন মাসে প্রায় ৩৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার “উপজেলার আইন শৃঙ্খলার অবনতি”

আনোয়ারা  প্রতিদিন ডেস্কঃ

আনোয়ারা উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। পুরো উপজেলা জুড়ে ইয়াবা, মাদক, কিশোর গ্যাং, খুন, ছুরি, ডাকাতি ও জায়গা দখল এর মতো ঘটনা নিত্য নৈমিত্তিক হয়ে উঠছে।

এ অবস্থায় জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠছে উপজেলার সচেতন নাগরিক, রাজনৈতিক ব্যাক্তিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। জানুয়ারি হতে মার্চ ২০২১ গত তিন মাসে অবনতি হয়েছে সবচেয়ে বেশি। তার মধ্যে খুন, অগৃঙাত লাশ উদ্ধার, ধর্ষন, ইয়াবা উদ্ধার এসব কিছু।

গত বছরের ২৪ ডিসেম্বর কালাবিবি দিঘির পাড় হতে ২১ কোটি ৮ লাখ টাকার ইয়াবা উদ্ধারের সময় তিনজনকে আটক করলেও মূলহোতারা রয়ে যায় ধরা ছোয়ার বাইরে। ৭ ফেব্রুয়ারী বৈরাগ হতে রাত আড়াইটায় ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গিয়ে ১ লাখ ৮০ হাজার ৫শ টাকা নিয়ে গভীর রাতে ছেড়ে দেয়।

১৯ ফেব্রুয়ারী জেলা ছাত্রলীগের নেতার তথা কিশোর গ্যাং এর হাতে ছাত্রলীগ কর্মী আশরাফ উদ্দিন খুন হন।সে খুনের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হলেও এখনো অবধ কোন আসামীকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।১ মার্চ ঝিওরি গ্রামে ঝোপঝাড় হতে উদ্ধার করা হয় অর্ধগলিত এক যুবকের লাশ।

২ মার্চ চাতরি এলাকা থেকে অস্ত্র ও ইয়াবা সহ মো. নাছির নামে একজনকে আটক করে। তাছাড়া গত তিন মাসে অটোরিকশা চুরি হয়েছে প্রায় অর্ধশত থেকেও বেশি। আদালতের নির্দেশ অমান্য করে জায়গা দখলের ঘটনা ঘটছে অহরহ। প্রায় প্রতিটি এলাকায় ইয়াবার ভয়াবহতা লক্ষ্য করা যায়।

এমনকি স্কুল কলেজের ছাত্ররাও এই ইয়াবার জালে আটকে যাচ্ছে। ভুক্তভোগিরা বলছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনেকে অভিযোগ করলেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না।

সেজন্য অনেকে কোন অভিযোগও করেননা।এখানে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত নজরদারির অভাব রয়েছে বলে অনেকে অভিযোগ করেন।ঘটনা ঘটার পর অপরাধীদের দ্রুত সনাক্ত করে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে না।ফলে অপরাধীরা আরো বেপরোয়া হয়ে একের পর এক অপকর্মে লিপ্ত হচ্ছে।

রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, থানা থেকে অল্প দূরে ছাত্রলীগের এক কর্মীকে প্রকাশ্যে খুন করার পরও কোন আসামী গ্রেফতার না হওয়ায় এই ঘটনায় সবাইকে আরো আতংকিত করে তুলেছে।

এই ব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সত্যি, তবে আমরা আনোয়ারা উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষায় কারো সাথে কোন আপোষ করিনা এবং ভবিষ্যতেও করবোনা।

এই ব্যাপারে আনোয়ারা সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ হুমায়ন কবির বলেন, সারাদেশের মতো আনোয়ারা উপজেলায়ও আমরা আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে সদা সজাগ আছি।

এই ব্যাপারে কাউকে কোন ছাড় দেওয়া হয়না। ছাত্রলীগ কর্মী আশরাফ হত্যার আসামিদের গ্রেফতার এর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আশাকরি খুব তাড়াতাড়ি আমরা এই খুনের এজাহারভুক্ত আসামীদের গ্রেফতার করতে পারবো।