আনোয়ারায় কোভিড-১৯ টিকা প্রথম নিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী ও মেরিন একাডেমির শীর্ষ কর্মকর্তা।
তাঁদের টিকা প্রদানের মাধ্যমে আনোয়ারায় করোনার টিকা প্রদান উদ্বোধন হলো।
যে নতুন করোনা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন ছিল সমগ্র মানবজাতি সে করোনাকে জয় করার টিকা আজ পৌঁছে গেলো আমাদের আনোয়ারায়। যাঁরা এই টিকা আবিষ্কারের সাথে সম্পৃক্ত ছিলেন-আছেন সেই সব গুণী বিজ্ঞানীদের প্রতি জানাই ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা। মানুষের জয় হোক।
ধীরে ধীরে পৃথিবীজুড়ে মানুষের কর্ম তৎপরতা-ব্যস্ততা আগের মতো ফিরে আসুক। ছাত্রছাত্রীদের কলকাকলীতে মুখরিত হোক বিদ্যালয়ে প্রাঙ্গণ।
( ছবি: আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী।)