ডা:রাশেদুল আলম;
আজ আনোয়ারা উপজেলায় বিভিন্ন জায়গাতে করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসার ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালায়।
এতে আনোযারা, সিংহরা রাস্তার মাথা, চৌমুহনী সহ কয়েকটি স্থানে অভিযান পরিচালিত হয় এতে ফার্মেসী, মুদির দোকান, কাচাবাজারের দোকান ছাড়া অন্যসব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেন,
এবং প্রয়োজন ছাড়া কাউকে বাসা হতে বের না হওয়ার নির্দেশ দেন।