আনোয়ারায় ইয়াবা ব্যবসা দুই মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই : পুলিশ সুপার

আনোয়ারা প্রতিদিনঃ

পুলিশ সুপার এম রশিদুল হক বলেন, আনোয়ারার ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রনে আগামী দুই মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। এই অবস্থার অবশ্যই পরিবর্তন হতে হবে। আর কিশোর গ্যাংয়ের অভিযোগ শুনতে চাইনা। এসব যদি থাকে থানা পুলিশ থাকার কোনো প্রয়োজন নেই।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে আনোয়ারা উপজেলা সদর বিট পুলিশিং এর উদ্যোগে মাদক ও জঙ্গিবাদ নির্মুল বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তৃতায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এম রশিদুল হক এসব কথা বলেন।

তিনি আরো বলেন মাদক, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ একে অপরের সাথে সংযুক্ত। আমাদের সকলকেই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অভিবাবকদের সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। তাদের সাথে মিশতে হবে। তারা কোথায় যায়, মোবাইল ফোনে কী করে সব খবর রাখতে হবে। প্রযুক্তিকে অস্বীকার করা যাবেনা। তবে প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন) আফরুজুল হক টুটুল।

সভাপতির বক্তব্যে আনোয়ারা থানান ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, আমি সবেমাত্র দায়িত্ব নিয়েছি। আমি আমার উর্ধ্বতন কর্মকর্তা গনের দিকনির্দেশনায় মাদক নির্মুলসহ সব ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে, আমরা ব্যবস্থা গ্রহনের চেষ্টা করব।