আনোয়ারায় ইয়াবাসহ কক্সবাজারের দুই ভূয়া সাংবাদিক আটক

আনোয়ারা প্রতিদিনঃ

আনোয়ারা থানাধীন বরুমছড়া এলাকায় অভিযান চালিয়ে ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে আনুমানিক ৫৪ লক্ষ টাকা মূল্যের ১৭,৬৪৫ পিস ইয়াবা পাচারকালে মোঃ শহিদুল ইসলাম (২৮) ও কবির আহাম্মেদ (৩১) নামের ২ জন মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রবিবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান র‍্যাব-৭ এর সহকারী পরিচালক(মিডিয়া) মোঃ নুরুল আবছার।

গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা দুইজন দুটি সাংবাদিকতার আইডিকার্ড প্রদর্শন করে ও নিজেদেরকে টেকনাফ প্রতিদিন এবং নাফ টেলিভিশন এর সাংবাদিক বলে দাবি করে।

তারা দীর্ঘদিন যাবত সাংবাদিক পরিচয় দিয়ে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৪ লক্ষ টাকা । গ্রেফতারকৃত আসামিদের চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।