আনোয়ারায় আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি র পুরুস্কার বিতরণ ও গুণীজন সংর্বধনা অনুষ্ঠিত

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলা জোনের বৃত্তি প্রাপ্ত ছাত্র -ছাত্রীদের  সনদ, পুরুস্কার বিতরণ ও গুণীজন সংর্বধনা অনুষ্ঠান ২০ সেপ্টেম্বর ১৯ আনোয়ারা উপজেলা মিলানয়াতনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান কৃতিত্বপূর্ণ ছাত্র -ছাএীদের মাঝে পুরুস্কার /সনদপত্র ও গুণীজন দের হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি- সভাপতি।

উদ্বোধক ছিলেন – আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তির প্রধান পরিচালক শাহজাদা আলহাজ্ব কারী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী। প্রধান অতিথি ছিলেন -আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক। প্রধান বক্তা ছিলেন -অধ্যাপক প্রফেসর ড.মাসুম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন -বীর মুক্তিযোদ্ধা লিয়াকত চৌধুরী, কারী মুহাম্মদ বাহাউদ্দীন হাশেমী, মাষ্টার আবুল হোসেন, মুহাম্মদ আবু আজম, কারী মুহাম্মদ জিয়াউদ্দীন হাশেমী, মাওলানা ইলিয়াছ আজম,আলহাজ্ব মাওলানা সোলাইমান আলকাদেরী,আনোয়ার হোসেন কন্টাক্টর,নুরুল ইসলাম সওদাগর, মহিউদ্দীন ছাদেক, আলহাজ্ব আবদুল মান্নান,ডি এই এম জাহাঙ্গীর আলম,আলহাজ্ব মীর মোশারফ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-মাওলানা মনির আহমদ আনোয়ারী,সভাপতি – গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ, আনোয়ারা উপজেলা শাখা। ব্যবস্থাপনায় -গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ, আনোয়ারা উপজেলা, চট্টগ্রাম।