আনোয়ারা প্রতিদিন;
করোনা প্রতিরোধে আনোয়ারা উপজেলায় ৯ এপ্রিল বিকাল ৫ টার পর ফার্মেসী ও জরুরী সেবা ব্যতীত অন্যান্য সকল দোকান বন্ধ রাখার আদেশ দেওয়া হলেও অনেক জায়গায় আদেশ অমান্য করে দোকান খোলা রাখেন।
গত ৯ এপ্রিল র্যাবের সহযোগিতায় ভ্রামমান্য আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তানভীর হাসান চৌধুরী।
উপজেলার কালাবিবির দিঘীর মোড়, চাতরী চৌমুহনী, বৈরাগ, কাফকো সেন্টার, পারকি বাজার, ও সিউএফএল বাজারসহ বিভিন্ন জায়গায় নির্দিষ্ট সময়ের পরও দোকান খোলা রাখায় ভ্রাম্যমান আদালত ১০টি দোকান কে ৩১ হাজার টাকা জরিমানা করেন।
একই দিনে, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি চায়ের দোকান ও ৩টি পরিবহন কে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।