আনোয়ারায় আইসোলেশন সেন্টারে আওয়ামীলীগ নেতা আজিজুল হক নসু’র স্বাস্থ্য উপকরণ প্রেরণ

আনোয়ারা প্রতিদিন;



আনোয়ারায় আইসোলেশন সেন্টারের জন্য আওয়ামীলীগ নেত নসুর স্বাস্থ্য উপকরণ গ্রহণ করছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ


আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারকে করোনায় আক্রান্ত রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডার ও রোগীর সেবার উপকরণ সামগ্রী প্রদান করেছেন আখতারুজ্জাম সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও সোনার বাংলা ইনসুরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আওয়ামীলীগ নেতা আজিজুল হক চৌধুরী নসু। গতকাল মঙ্গল বার দুপুরে তাঁর প্রতিনিধি আনিসুর রহমান ও নজরুল হকের মাধ্যমে ব্যক্তিগত তহবিল থেকে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদের হাতে এসব উপকরণ সামগ্রী তুলে দেন।

জানান যায়, আনোয়ারায় দিনদিন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও চিকিৎসা সেবার মান বৃদ্ধি পায়নি। করোনা রোগীদের সেবার মান বৃদ্ধি করতে স্থানীয় সাংসদ ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নির্দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধিনে গত সপ্তাহে শোলকাটাস্থ ব্যবসায়ী হাসানুর রশিদ রিপনের মালিকানাধীন লাবিবা কনভেনশন হলকে আইসোলেশন সেন্টার হিসেবে প্রস্তত করে।

এই আইসোলেশন সেন্টারে বিরাজমান অক্সিজেন সংকট নিরসনে সমাজ সেবক আজিজুল হক নসু করোনা রোগীদের সেবায় ২ সেট অক্সিজেন সিলিন্ডার, ৮ সেট নেবুলাইজার , ৪ সেট অক্সিমিটার,১ হাজার পিস মাক্স প্রদান করেন।


আওয়ামীলীগ নেতা আজিজুল হক চৌধুরী নসু সাংবাদিকদের জানান, করোনা মহামারির শুরুতেই মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছি। তারই অংশ হিসেবে করোনা রোগীদের সেবায় স্থাপিত আইসোলেশন সেন্টারে অক্সিজেন সিলিন্ডারসহ উপকরণ সমুহ প্রদার করেছি।