আনোয়ারায় অস্ত্র ও চোলাইমদসহ ৪ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৭

আনোয়ারা প্রতিদিনঃ

চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন বটতলী নুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ টি ওয়ানশুটার গান, ১ টি থ্রি কোয়ার্টার গান, ২ টি চাপাতি, ২ টি চাকু, ১ টি তলোয়ার, ১ টি কিরিচ এবং ৮৫ লিটার চোলাইমদ উদ্ধারসহ ৪ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৭।

গতকাল মংগলবার ০২ ফেব্রুয়ারি রাত ১১ঃ২০ মিনিটের সময় আনোয়ারা থানাধীন বটতলী নুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও চোলাইমদসহ ৪ সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলে জানান র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া)এএসপি মোঃ নুরুল আবছার।

আটককৃত আসামিরা হলেন, চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন নুরপাড়া এলাকার মোহাম্মদ জামালের স্ত্রী তাজমহল বেগম (৩৩), আনোয়ারা থানাধীন কুরুশকুর এলাকার মৃত সিদ্দিক আহম্মদের ছেলে আব্দুল খালেক (৫০) ও আনোয়ারা থানাধীন দক্ষিণ হাজীগাঁও এলাকার আব্দুল জলিলের ছেলে আবুল হাসেম (৪৫) এবং আনোয়ারা থানাধীন বটতলী আশ্রয়গ্রাম এর মৃত আলী আহম্মদের ছেলে মোঃ ইসমাইল (৪০)।

র‌্যাব-৭, এর চাঁদগাও (সিপিসি-৩) ক্যাম্প কমান্ডার স্কোয়াডন লিডার আবদুল্লাহ আল জাবের জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন বটতলী নুরপাড়া এলাকার জনৈক জামালের দুচালা টিনসেড ঘরে অভিযান চালানো হয়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আটক করে। পরে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্তমতে আসামি তাজমহল বেগমের বসতঘরের শয়নকক্ষে খাটের নিচে বিশেষ কায়দায় লুকানো একটি ওয়ানশুটার গান, একটি থ্রি কোয়াটার গান, দুইটি চাপাতি, দুইটি চাকু, একটি তলোয়ার, একটি কিরিচ, ৮৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান,আসামিদের জিজ্ঞাসাবাদের আরো জানা যায় দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নিজেরা ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে এবং মাদকদ্রব্য সংগ্রহ করে তা বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামিদের চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।