আনোয়ারার ৫ শীর্ষ ইয়াবা ব্যবসায়ী টেকনাফে গ্রেপ্তার

আনোয়ারা প্রতিদিনঃ

কক্সাবাজার জেলার সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সাগর এলাকা থেকে ১ লক্ষ ২৬ হাজার পিস ইয়াবা সহ একটি মাছ ধরা ট্রলার জব্দ করেছে টেকনাফ কোস্ট গার্ডের সদস্যরা।

গত বুধবার (১৬ মার্চ) দুপুরে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনে এই তথ্য নিশ্চিত করেন টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ তৈয়মুর পাশা।

গ্রেপ্তারকৃতরা হলেন, আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের আবুল হোসেন, দক্ষিণ বন্দর গ্রামের মহিদুল ইসলাম, একই গ্রামের নুর মোহাম্মদ, আবুল কাশেম, মোহাম্মদ ফজলে করিম, বৈরাগ ইউনিয়নের মনর আলী ।