আনোয়ারা প্রতিদিন;
আনোয়ারার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জোবায়ের আহমদ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
সোমবার (২৯ জুন) রাতে তিনি নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএনও জোবায়ের আহমদ জানান, ‘কিছু উপসর্গ দেখা দেওয়ায় গত ২৪ জুন আমি করোনা টেস্টের জন্য স্যাম্পল দিই। আজ রিপোর্ট পেয়েছি। আমি করোনা পজিটিভ।’
তিনি বলেন, ‘গায়ে হালকা জ্বর ছাড়া আর কোনো উপসর্গ নেই। সবার কাছে দোয়া চাই। সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরতে চাই।’