আনোয়ারা সদরের মূল সড়কের ড্রেন গুলো সংস্কারের দাবি

নিউজ ডেস্ক ;

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সড়ক মহাসড়ক তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করেছে বর্তমান গণতান্ত্রিক আওয়ামী লীগ সরকার।

কিন্তু অবহেলা আর অযত্নে পড়ে আছে সদরে সড়কের পাশে ড্রেন গুলো, এমনকি দেখলে যেন মনে হয় পরিত্যক্ত কোন নরদমা, দীর্ঘ দিন যাবত এই ড্রেন গুলোর সেলেফ গুলো ভাঙা চুড়া অবস্থায় পড়ে আছে।

আনোয়ারায় খাদ্য গুদাম হতে জলকালী বাজার পর্যন্ত রাস্তার উভয় পাশে পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা থাকলেও ব্যবহার নাই, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে,  যাতে বর্ষার সময় পানি প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়,তার পানি জমেছে থাকে।

জনগণ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে না সেই সাথে ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারে না।
কিন্তু উপযুক্ত সংস্কারের অভাবে পানি চলাচল তো দূরের কথা সামান্য বৃষ্টিতে পানি জমে প্লাবিত হয়ে যায় আনোয়ারা সদরের মূল সড়কের বিভিন্ন অংশের মধ্যে ।

দেখা যায়, আনোয়ারা খাদ্য গুদাম হতে জয় কালী বাজার পর্যন্ত রাস্তার দুই পাশে ড্রেনের উপর দেওয়া স্ন্যাপ ভেঙ্গে বিভিন্ন জায়গায় পড়ে থাকতে, সাথে পলিথিন সহ বিভিন্ন ময়লা আবর্জনা যুক্ত হয়ে পানি চলাচলের বিঘ্নতা ঘটছে।

ড্রেনের পানি চলাচল না থাকায় বেড়েছে এডিস মশার মত মারাত্মক মশার উপদ্রব সাথে নষ্ট হচ্ছে পরিবেশ।

ড্রেনের উপর দেওয়া স্ন্যাপ পরে লোকজন চলার অযোগ্য হয়ে পড়ায় স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা যাতায়াত করা বিপদজনক হয়ে পড়ে। অনেক সময় দেখা গেছে পিছলিয়ে পরে মারাত্মক ভাবে দুর্ঘটনার শিকার হয়েছে শিক্ষার্থীদের।

স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, ড্রেনের ব্যবস্থা যথা সময়ে সংস্কার না করায়,জমে থাকা পানি থেকে বংশ বিস্তার করছে বিষাক্ত মশা মাছিরা, কিছু কিছু জায়গায় স্ল্যাপ ভেঙ্গে যেন পড়ে গিয়ে পানি চলাচল বন্ধ হয়ে আছে।

এতে করে সামান্য বৃষ্টিতে প্লাবিত হয় আনোয়ারা সদরের  মূল সড়ক (রাস্তা) গুলো, গাড়ি চলাচলের সময় সড়কের পানি অনেক সময় দোকানে ঢুকে পড়ে বর্ষায়। তাই স্থানীয় ব্যবসায়ীদের দাবি বাংলাদেশ রোড অথরিটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আনোয়ারা উপজেলা প্রশাসনের কাছে সংস্কারের দাবি করেন।

বিষয়টি যথাযথভাবে আমলে নিয়ে সাধারণ জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত সহ আনোয়ারার পরিবেশ রক্ষার্থে পানি নিষ্কাশনের জন্য ড্রেন গুলোর সংস্কার প্রয়োজন।