আনোয়ারা উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা দায়িত্ব পেলেন

আনোয়ারা প্রতিদিন নিউজ ডেস্ক :

চট্টগ্রামের আনোয়ারায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সাথে উপজেলা কর্মকর্তাদের মত বিনিময় সভা গতকাল (২০ জুন) বৃহস্পতিবার দুপুর উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো :ইশতিয়াক ইমনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক।

সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান মৃনাল কান্তি ধর।
এ সময় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এম এ মান্নান মান্না ও মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট চুমকি চৌধুরী সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলার কর্মকর্তা বৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক ও সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী একে অপরকে ফুলেল শুভেচ্ছা জানান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান কে আনুষ্ঠানিকভাবে বরণ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন বলেন সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর সাথে কর্মকাণ্ড করতে গিয়ে হৃদয়াতার সম্পর্ক গড়ে উঠেছিল। সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন উপজেলা কর্মকর্তাদের কে নিয়ে সমৃদ্ধ আনোয়ারা উপজেলা গড়ার কাজ করেছি।

গত ১০ বছর উপজেলা কর্মকর্তাদের সহায়তায় সমন্বয়ের মাধ্যমে উপজেলাকে একটি পর্যায়ে নিয়ে গেছি। আশা করি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক তার বিচক্ষণতা ও কর্মকাণ্ডের মধ্য দিয়ে আনোয়ারা উপজেলাকে সামনের দিকে আরও এগিয়ে নেবেন।
শুভেচ্ছা ও মত বিনিময় সভার পর উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় বরুমছড়া ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম উপস্থিত থাকলেও নয় ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন না।

অনুপস্থিত চেয়ারম্যান বৃন্দ সাংবাদিকদের জানায় নিরাপত্তার কারণে তারা মতবিনিময় ও সমন্বয় সভায় উপস্থিত হয়নি এ ব্যাপারে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক স্থানীয় সাংবাদিকদেরকে বলেন উপজেলা ও জনগণের উন্নয়ন চাইলেই ইউপি চেয়ারম্যান গণ উপজেলা সমন্বয় সভায় যোগ দেবেন।

নিরাপত্তার কথা বলে উপজেলা সমন্বয় সভায় চেয়ারম্যানগণ না আসা ঠিক হয়নি। তিনি ইউপি চেয়ারম্যান শামসুল ইসলামের উদাহরণ দিয়ে বলেন নিরাপত্তা বিঘ্নিত হয় এই ধরনের কোনো পরিস্থিতি ছিল না।

নিরাপত্তার বিষয়টি এটা একটা অমূলক ধারনা। ইউপি চেয়ারম্যান দের কে কয়েকবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফোন করা হয়েছে।গত ২৯মে তারিখের বিজয়কে মেনে নিতে না পেরে সংকট সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। আশা করি জনগণ সাথে থাকলে সংকট সৃষ্টি করতে পারবে না।