সুশান্ত কুমার,প্রতিবেদক;
আনোয়ারা উপজেলার উত্তর ইছাখালী শীল পাড়া শ্রী শ্রী শিব মন্দির ও শীতলা মন্দির প্রাঙ্গণে সর্বজনীন মহোৎসব উপলক্ষে গত ২৯জানুয়ারি (বুধবার) ধর্মীয় মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে দেব রায়ের গীতা পাঠের মাধ্যমে, সংগঠনের সিনিয়র সহ সভাপতি পন্ডিত সরোজ চক্রবর্তীর সভাপতিত্বে ও মহোৎসব উদযাপন পরিষদের সন্ঞালনায় অনুষ্ঠিত সভায় শুভ উদ্বোধক ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টী শ্রী দীপক কুমার পালিত মহোদয়।
প্রধান ধর্মীয় বক্তা হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন মেধস আশ্রমের সভাপতি,অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী মহোদয়, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিপ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক শ্রী শিপুল কুমার দে।
আলোকিত বক্তা হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন লায়ন সাংবাদিক সুজিত কুমার দাস, আশির্বাদক হিসেবে বক্তব্য রাখেন শ্রী মৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ, মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন শ্রী প্রনব কুমার দাসগুপ্ত মহোদয়।
সংবর্ধিত অতিথির বক্তব্যে ছিলেন আনোয়ারা উপজেলা পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী সাগর মিত্র ও সদস্য সচিব শ্রী প্রদীপ ধর।
ভাগবতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাঁন হরি মন্ডল, স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রতন শীল।
অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটিয়া পরিষদ সম্পাদক তাপস দে, অবিকল দাশগুপ্ত, রাজীব মহাজন,সুটন বাবু,মানিক শীল, সুজিত শীল,সুবল শীল,উত্তম শীল, প্রকাশ শীল প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে শ্রী মদ্ভগবদ গীতা পাঠ করেন দেবদূত রায়।